সময়ই হায়াত- সময়কে নষ্ট করবেন না
আমাদের জীবনকে যদি গভীর ভাবে বুঝার চেষ্টা করি, তবে দেখতে পারবো জীবন কিছু ঘন্টা, মিনিট ও সেকেন্ডের সমষ্টি। আমরা যে বেঁচে আছি, নিশ্বাস নিচ্ছি তাও সময়ের মধ্যেই। যখন আমাদের কারো সময় ফুরিয়ে যায়, তখনই তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হয়। তাহলে এক কথায় বলা যায় সময়ই আমাদের হায়াত। এখন এই হায়াতকে আমরা কোন কাজে খরচ করেছি এর জবাব আমদের অবশ্যই কেয়ামতের দিন দিতে হবে।
এই
তো গেলো পরকালের কথা, এবার ইহকালে ফিরে আসি। দুনিয়াবী জীবনে সেই তত বেশি সফল যে তার
সময়কে সুন্দর করে সিস্টেম্যাটিকলি ব্যাবহার করতে পেরেছে। তাই দুনিয়ার জীবনে সফল হতে
হলেও সময় এর সুষ্ঠু ব্যাবহার করুন। নিজের দৈনন্দিন জীবনের কাজের একটা রুটিন করে নিন।
এরপর সেই অনুপাতে কাজ চালিয়ে যান। যখন যেই কাজটা করবেন, মনোযোগ শুধু সেই দিকেই নিবদ্ধ
রখবে।
অনেক
হয়েছে সময় নামক মূল্যবান বস্তুর অপচয়। সেই সময়গুলোকে তো আর ফিরিয়ে আনতে পারবেন না।
জীবনের বাকি যেটুকু সময় হাতে আছে, চেষ্টা করুন সেটুকু সময়কেও কাজে লাগানোর। ইনশাল্লাহ,
আপনার দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হবে।