ইসলামে গান শোনা কেনো হারাম

আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা। তিনি জানেন যে কোন জিনিশটি আমাদের জন্য উপকারী আর কোন জিনিশটি অপকারী। আমাদের মহান রব সকল উপকারী বস্তুকে করেছেন হালাল, আর সব অপকারী বস্তুকে করেছেন হারাম। আমাদের চারপাশে এই দুনিয়ায় যেসব বস্তু আছে, তার মধ্যে উপকারী জিনিশের সংখ্যাই বেশি। তাই হালালের সংখ্যাও বেশি। অন্যদিকে অপকারী হারাম বস্তুর সংখ্যা কম। আল্লাহ তা’আলা যেসব বস্তু হারাম করেছেন তার মধ্যে অন্যতম হলো বাদ্যযন্ত্র ও সঙ্গীত (গান)। এই বিষয়ে আমাদের রব পবিত্র কোরআনে বলেছেন, وَمِنْ النَّاسِ مَنْ يَشْتَرِي لَهْوَ الْحَدِيثِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللهِ بِغَيْرِ عِلْمٍ وَيَتَّخِذَهَا هُزُوًا أُولَئِكَ لَهُمْ عَذَابٌ مُهِيْنٌ - “ এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রান্ত করার উদ্দেশ্যে অন্ধভাবে গান-বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি ”। ( সূরা লুক্বমান ; আয়াত: ৬ ) রাসুল (সাঃ) ও এই বিষয়ে আমাদের বলেছেন, عَنْ أَبِيْ مَالِكِ الأَشْعَرِىِّ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَكُو...