এখন থেকে আমার সাইটে বিভিন্ন বইয়ের রিভিউ দিবো ইনশাল্লাহ
বই
হলো এমন এক বস্তু যা মানুষকে শুধু জ্ঞানের দিক থেকে সমৃদ্ধই করে না, বরং তার ভেতরে
যে সুন্দর একটা অনুভূতিপ্রবণ মানুষ আছে, তাকে বের করে আনে। আমি বই পড়তে ভালোবাসি। এক
কথায় একজন বই পাগল মানুষ। বিভিন্ন ঘরানার বিচিত্র বিষয়ের উপর অনেক বই পড়েছি জীবনে।
হুট করে ইচ্ছে হলো যে আমার সাইটে যেসব বই আমি পড়েছি, সেসব বইয়ের রিভিউ দিবো। এতে করে
একদিকে মানুষ এসব বইয়ের সাথে পরিচিত হয়ে বই পড়বে, অন্যদিকে আমিও আমার নিজের পড়া বইগুলো
মানুষকে সাজেস্ট করতে পেরে ভালো অনুভব করবো।
আল্লাহ চাহে তো সামনে থেকে বই রিভিউ আসবে আমার সাইটে।