কেনো আমি আর কোনোদিন রাজনীতি করবো না
আসলে
বাংলাদেশে প্রচলিত অর্থে রাজনীতি বলতে যেই জিনিশটাকে বুঝায়, তা আমি কোনোদিনই করিনি।
সরাসরি কোনো রাজনৈতিক দলের সদস্যও কোনোদিন ছিলো না। হ্যা, একটি রাজনৈতিক দলের প্রতি
উঠতি বয়েসে কিছুটা আস্থা ছিলো, বোধ-বুদ্ধি হওয়ার পর সেই আস্থাও উবে গেছে। তবে হ্যা,
একজন শিক্ষিত যুবক হিসেবে আমি আগেও রাজনীতি সচেতন ছিলাম, এখনো আছি, আর ভবিষ্যতেও থাকবো,
ইনশাল্লাহ।
তবে
কোনোদিনই আমি সরাসরি বাংলাদেশের রাজনীতিতে নামবো না। এমনিও আমি গণতান্ত্রিক ধারার রাজনীতিতে
বিশ্বাসী না। তার উপর নিজের ২৬ বছর বয়েসে আমার দেশের রাজনীতির যেই কুৎসিত ও কদাকার
রূপ দেখেছি, এরপর আর রাজনীতির নাম নিতেও ঘেন্না হয়। তাই কোনোদিনই আর রাজনীতি করবো না।
আর পাঁচজন সাধারণ মানুষের মতো সাধারণ জীবন যাপন করবো। নিজের পড়াশোনা, গবেষণা, লেখালেখি
এসবেই জীবনের বাকিটা সময় কাটাতে চাই।
তবে
হ্যা, কখনো যদি নিজের দেশের স্বার্বভৌমত্ব, ইসলাম ও মুসলিম বঙ্গের মুসলিমদের রক্ষার
প্রশ্ন আমার সামনে এসে যায়, তবে দেশ রক্ষার জন্য তখন যা যা করা প্রয়োজন তা তাই করবো।