এখনো সময় আছে ফেসবুকের ফিতনা থেকে নিজেকে বাঁচান

 


আমার জীবনে আমি অনেক প্রোডাক্টিভ ও ইন্টেলেকচুয়াল মানুষকে গার্বেজে পরিণত হতে দেখেছি শুধু মাত্র ফেসবুকের কারণে। ফেসবুক হলো এমন এক নীল অন্ধকার জগত, যে জগতে আপনি একবার প্রবেশ করলে আর কখনো বের হতে পারবেন না। ধীরে ধীরে বাস্তব জগত থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে বন্দি হয়ে যাবেন এক নীল অন্ধকার জগতে। এরপর ধীরে ধীরে ছিটকে পড়বেন আপনার সমাজ থেকে। এক অসামাজিক জীবে পরিণত হবেন আপনি।

যদি ছাত্র হয়ে থাকেন, দেখবেন যে আপনার পড়াশোনা দিনকে দিন খারাপ হচ্ছে। যদি ব্যাবসায়ী হয়ে থাকেন, দেখবেন যে আগে যেই ডেডিকেশন দিয়ে ব্যাবসা করতেন, তা আর করতে পারছেন না। যদি চাকুরীজীবী হয়ে থাকেন, তবে দেখবেন যে আগে যতোটা মন দিয়ে কাজ করতেন, তেমন মন দিয়ে কাজ করতে পারছেন না। ধীরে ধীরে আপনার কাজের মনোযোগ ও প্রোডাক্টিভিটি কমছে। যেই আপনি ছিলেন সবচেয়ে best employee, সেই আপনিই ধীরে ধীরে হয়ে যাবেন সবচেয়ে worst employee

এই তো গেলো দুনিয়াবী হিসেব নিকেশ, এবার চলুন দ্বীনের দিকে ফেরা যাক। ফেসবুক আপনার ব্রেইনকে এমন ভাবে নিয়ন্ত্রণ করবে যে আপনি আর সলাতে আগের মতো প্রশান্তির সাথে মনোনিবেশ করতে পারবেন না। সলাতের মাঝেও আপনার মনে নতুন নতুন পোস্টের আইডিয়া আসবে। আর যদি দ্বীনি দাওয়াহ এর কাজ করতে গিয়ে সেলিব্রেটিজম এর ফিতনা আপনার ভেতর প্রবেশ করতে পারে, তাইলে তো কথাই নেই। এই ফিতনা কতো মানুষের দ্বীন ও দুনিয়া উভয়টাই নষ্ট করেছে, সেটা বলার বাইরে।

তাই এখনো সময় আছে, এই নীল অন্ধকার জগত থেকে বেরিয়ে আসুন। চোখ মেলে দেখুন কতো সুন্দর এক বাস্তব জগত আপনার রব আপনার জন্য তৈরি করে রেখেছেন।

Popular posts from this blog

Water Terrorism of India: A New Weapon to Kill Bangladeshi People

কোনো মানুষের ব্যাক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে তার উপর গোয়েন্দাগিরি করা ইসলাম সমর্থিত কিনা?

বোধোদয়