আসলে পৃথিবীতে কে আপনার আপন?
একটু রিলাক্স ভাবে বসুন। ঠান্ডা পানি খান। তারপর মাথা থেকে সব চিন্তা বের করে দিয়ে ভাবুন তো, আসলে কে আপনার আপন? আমি জানি আপনি শুরুতে আপনার বাবা-মায়ের নাম বলবেন। তারা যে পৃথিবীতে আপনার সবচেয়ে আপনজন মানা করছি না। তবে একবার ভেবে দেখুন তো, আপনার সাফল্যে তারা যতোটা আনন্দিত হন, গর্বে তাদের বুক ভরে যায়। আপনার ব্যার্থতায়ও কি তারা আপনার পাশে থাকেন? না, থাকেন না। তখন তারা আপনাকে ভৎসনা করেন।
তাহলে
কে আপনার আপনজন? এবার হয়তো আপনি আপনার স্ত্রী বা সন্তানের নাম বলবেন। একটু ভেবে দেখুন
তো, তারাও কি আপনার জীবনের জটিল মূহুর্তে আপনার পাশে থাকবেন? না।
তাহলে
কে আপনার আপনজন? কে আপনার নিজের চেয়েও আপনার বেশি আপন। সেই আপনজনটা আসলে কে জানেন?
আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনার রব। মহান আল্লাহ রাব্বুল আলামিন।
ভেবে
দেখুন, আপনি সফল হোন বা ব্যার্থ, সেটার উপর নির্ভর করে সবাই আপনাকে ত্যাগ করলেও একজন
আপনাকে কোনোদিন ত্যাগ করেন না। আপনাকে ছেড়ে যান না। তিনি হলেন আপনার রব আল্লাহ। দুনিয়ার
সব দরজাগুলো আপনার জন্য বন্ধ হয়ে গেলেও আপনার রবের দরজা কিন্তু কোনোদিনই আপনার জন্য
বন্ধ হবে না।
তাই
এখনো কি সময় হয়নি সেই মহান প্রতিপালকের দিকে প্রত্যাবর্তনের?