আবার দাওয়াহ এর ময়দানে ফিরে এলাম

 

আলহামদুলিল্লাহ, সকল প্রসংসা সেই মহান রবের যিনি আমাকে ধীরে ধীরে অসুস্থতা থেকে সুস্থতার দিকে আনছেন। আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটাই সুস্থ আছি। মহান রবের নিকট একটাই চাওয়া তিনি যাতে আমাকে পুরোপুরি সুস্থতা দান করেন। অবশেষে আল্লাহর রহমতে দীর্ঘদিন পর দাওয়াহ এর ময়দানে পুনরায় ফিরে এলাম। ইনশাল্লাহ, এখন থেকে প্রতিদিন দাওয়াহ এর কাজ করবো। বিশেষ কোনো ওজর ছাড়া দাওয়াহ এর ময়দান থেকে দূরে থাকবো না। আমাদের প্রত্যেক মুসলিমের উপর আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়াটা অবশ্য পালনীয় কর্তব্য। তাই আমাদের প্রত্যেকেরই উচিৎ নিজের যতোটুকু দ্বীনি জ্ঞান আছে ও যতোটুকু সক্ষমতা আছে তার মধ্য থেকেই আল্লাহর দ্বীনের দাওয়াহ এর কাজ করা।

দ্বীনের দাওয়াহ এর ক্ষেত্রে কোনো কাজই ছোটো নয়। বরং প্রতিটি কাজই আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য সহায়ক হয়। তাই দাওয়াহ এর জন্য একজন দাঈ’র ক্ষুদ্র থেকে বড় সকল কাজই করা উচিৎ। হোক সেটা স্যোশাল মিডিয়ায় কোরআনের একটি আয়াত প্রচার করা বা দীর্ঘ কোনো লম্বা আলোচনায় অংশ নেয়া। আমরা প্রত্যেকেই দাঈ। সুতরাং আমাদের এই দায়িত্ব ভুলে গেলে চলবে না।

Popular posts from this blog

Water Terrorism of India: A New Weapon to Kill Bangladeshi People

কোনো মানুষের ব্যাক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে তার উপর গোয়েন্দাগিরি করা ইসলাম সমর্থিত কিনা?

বোধোদয়