কুমিল্লার ঐতিহ্যবাহী রানীর দিঘির পাঁড় এর পরিবেশ রক্ষায় এগিয়ে আসুন

(ছবিঃ রানীর দিঘির পাঁড় বর্ষাকালে) আমার জন্ম কুমিল্লায়। জন্মের পর থেকে এখানের আলো-বাতাসে বেড়ে উঠেছি। এখানকার প্রতিটি মানুষ আমার আপনজন। আল্লাহর দেয়া এক প্রশান্তিময় শহর এটি যা ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ। কুমিল্লা শহরের নিজস্ব হাজার বছরের সংস্কৃতি আছে। এই শহরের প্রতিটি এলাকায় প্রতিটি গলিতে লেখা আছে হাজারো ইতিহাস। হাজারো মানুষের কতো গল্প। উচ্চশিক্ষার খাতিরে প্রায় ৫ বছর নিজ জন্মভূমি কুমিল্লা থেকে দূরে ছিলাম। কিন্তু আমার দেহ আমার বিশ্ববিদ্যালয়ে থাকলেও মনটা পরে থাকতো কুমিল্লায়। চিরচেনা প্রতিটা অলিতে গলিতে হেটে বেড়াতো আমার রুহ। আল্লাহর কসম, একটা দিনও কুমিল্লা আমার মন থেকে দূরে ছিলো না। অবশেষে পড়াশোনা শেষ করে একেবারে চলে এলাম নিজ জন্মভূমি কুমিল্লায়। একটা বছর বেশ ভালো ভাবেই কাটালাম। কুমিল্লা শহরের প্রতিটা যায়গাই সুন্দর ও প্রশান্তিময়। রাতের বেলা আপনি যদি কুমিল্লার কান্দিরপাড় যান, আপনার মনে হবে যে আপনি আব্বাসী যুগের বাগদাদ নগরীতে হাটছেন। তবে শহরের মধ্যে অল্প কিছু যায়গা আছে, যেখানে মানুষ তার সারাদিনের ক্লান্তি শেষে দু-দন্ড বসে প্রাশান্তির নিশ্বাস নিতে পারে। এর মধ্যে একটি হলো কুমিল্লার ঐতিহাসিক রানীর ...